মাইক্রোসফট স্মার্টফোনে এবার চমকের পালা

মাইক্রোসফট স্মার্টফোনে এবার চমকের পালা

প্রযুক্তিবিশ্বে অ্যাপলের আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাস উন্মোচনের উন্মাদনা থামতে না asduiasdaথামতেই বেশকিছু নতুন পণ্য আনার ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। আগামী ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে জায়ান্ট এই প্রতিষ্ঠান। এই অনুষ্ঠানে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস নিয়ে কিছু চমৎকার খবর দেয়া হবে বলে মাইক্রোসফটের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।
ওই দিন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমনির্ভর দুটি স্মার্টফোন ও সারফেস প্রো-৪ ট্যাব উন্মুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি।
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৯ সেপ্টেম্বর নতুন আইফোন ৬ এস ও ৬ এস প্লাস, অ্যাপল টিভি, আইপ্যাড প্রোর পাশাপাশি আরো বেশ কয়েকটি সেবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে অ্যাপল। এ নিয়ে মাতামাতি এখনো থামেনি। এরই মধ্যে নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়ে মাইক্রোসফট জানিয়েছে, ‘চলতি বছরের আরও অনেক চমক বাকি আছে’।
বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম জানিয়েছে, ৬ অক্টোবরের অনুষ্ঠানে দুটি প্রিমিয়াম লুমিয়া ফোন ও সারফেস সিরিজের নতুন ট্যাব উন্মুক্ত করা হতে পারে। এছাড়া ব্যান্ড ২ নামে হাতে পরিধেয় ব্যান্ডের দ্বিতীয় সংস্করণও উন্মুক্ত করতে পারে মাইক্রোসফট।
জুলাই মাসের দ্বিতীয়ার্থে চীনের ওয়েবসাইট আইটি হোম ডটকম জানায়, অনেক ঢাকঢোল পিটিয়ে ৭৩০ কোটি ডলার খরচ করে নকিয়ার মোবাইল ফোন নির্মাণ বিভাগ কিনে মাইক্রোসফট। কিন্তু এই বিভাগকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত লাভের মুখ দেখেনি। তবুও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হাল ছাড়তে রাজি নয়। স্মার্টফোন বাজারে নিজেদের একটা জায়গা করে নিতে তাই দুটি ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে যাচ্ছে এই প্রতিষ্ঠান।
ওই সময় সূত্র জানায়, লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল নামের দুটি ফ্ল্যাগশিপ নিয়ে কাজ করছে মাইক্রোসফট। ‘টকম্যান’ ও ‘সিটিম্যান’ কোডনেইমের অধীনে ডিভাইস দুটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে সিটিম্যানের ৫.৭ ইঞ্চির কিউএইচডি স্ক্রিন থাকবে, যার রেজ্যুলেশন ১৪৪০*২৫৬০ পিক্সেল। এটি ৬৪-বিট অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসরে চলবে। অন্যদিকে, টকম্যানে একই রেজ্যুলেশনের ৫.২ ইঞ্চির ডিসপ্লে থাকবে এবং এটি ৬৪-বিট অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসরে চলবে।
আইটি হোম ডটকমের রিপোর্টে বলা হয়, দুটি ডিভাইসেই উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেম থাকবে এবং ফোন দুটি কন্টিনিয়াম ফিচার সমর্থন করবে। দুটিতেই ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে এবং দুটি ডিভাইসেই একই ধরনের ডিজাইনের মেটাল বডি থাকবে।
আইটি হোম ডটকমের রিপোর্টে আরও বলা হয়, দুটি স্মার্টফোনের হার্ডওয়্যারের মধ্যে থাকবে ৩জিবি র্যাুম, ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩,০০০ এমএএইচ ব্যাটারি, ২০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৬ অক্টোবরের অনুষ্ঠানে এই দুটি লুমিয়া ফোন ছাড়া সারফেস প্রো ৪ নামের একটি ট্যাবও উন্মোচন করবে মাইক্রোসফট। লুমিয়া ফোন দুটি ও সারফেস প্রো ৪ অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে। এছাড়াও অনুষ্ঠানে এক্সবক্স ওয়ানের একটি সংস্করণ এবং সারফেসের ট্যাবের একটি মিনি সংস্করণও দেখা যেতে পারে।

Featured বিজ্ঞান প্রযুক্তি