কিংবদন্তি সুরকার ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরে সংগীতাঙ্গনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। গতকালই এ অর্থ তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে লাকী আখন্দ ব্যাংককের পায়থাই হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা আশার সংবাদ দিতে পারছেন না। এদিকে তার পরিবার সম্পত্তি বিক্রি করে, ধারদেনা করে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ১লা সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় লাকী আখন্দকে। তার ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ১০ সেপ্টেম্বর রাতে তাকে নেয়া হয় ব্যংককে। সেখানে সঙ্গে আছেন তার মেয়ে মাম্মন্তি। জানা গেছে, খুব শিগগিরই একটি অপারেশন করা হবে লাকী আখন্দের। আর তার পর চলবে কেমোথেরাপি। সব মিলিয়ে এ চিকিৎসার জন্য লাগবে ৩০ থেকে ৩৫ লাখ টাকা।