লিজেন্ডস নয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্স

লিজেন্ডস নয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের জন্য ছয় ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে asiodasdaবিসিবি। বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিল সংবাদ সম্মেলনে ফ্র্যাঞ্চাইজি হিসেবে ছয় প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে।

এর মধ্যে কুমিল্লার নামে একটি ফ্র্যাঞ্চাইজি পেয়েছে রয়্যাল স্পোর্টিং লিমিটেড। কুমিল্লা লিজেন্ডস নামেই তাদের দল গড়ার কথা। তবে শেষ পর্যন্ত কুমিল্লা লিজেন্ডস নামটা থাকছে না। দলটার নাম হবে ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’। দলের চেয়ারম্যান নাফিসা কামাল বুধবার নতুন বার্তা ডটকমকে এই তথ্য জানান।

তিনি বলেন, “আমাদের দলটার নাম হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর দলের মালিকানা রয়্যাল স্পোর্টিং লিমিটেডের কাছে থাকছে না। কোম্পানির নাম কুমিল্লা লিজেন্ডস লিমিটেড। বিসিবিকে এ সংক্রান্ত কাগজ পত্র পাঠিয়ে দেয়া হয়েছে।”

উল্লেখ্য, কুমিল্লা ছাড়াও ঢাকার ফ্র্যাঞ্চাইজি পেয়েছে বেক্সিমকো গ্রুপ, চট্টগ্রামের ডিবিএল গ্রুপ, সিলেটের আলিফ গ্রুপ, বরিশালের এক্সিওম টেকনোলজিস ও রংপুরের আই- স্পোর্টস। বিপিএলের তৃতীয় আসর শুরু হবে ২৪ নভেম্বর। ২২ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবার টুর্নামেন্টে অংশ নিবে ছয়টি দল। দুটি ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা বেশি।

Featured খেলাধূলা