টাইগার জুনিয়রদের নিয়ে আশাবাদী স্টুয়ার্ট ল

টাইগার জুনিয়রদের নিয়ে আশাবাদী স্টুয়ার্ট ল

২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বড় কিছুর স্বপ্ন দেখেই স্টুয়ার্ট asudasdল’কে উড়িয়ে এনেছে বিসিবি। ফর্মে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটাকে পরখ করার সুযোগ মিলেছে টাইগারদের সাবেক এই কোচের। খুলনায় যুবাদের ক্যাম্পে ছিলেন অস্ট্রেলিয়ান।

১৬ সপ্তাহের চুক্তির প্রথম চার সপ্তাহ প্রায় শেষের পথে। প্রথম ধাপে বৃহস্পতিবার টাইগার জুনিয়রদের সঙ্গে শেষ সেশন কাটবে ল’র। শুক্রবারই দেশে ফিরে যাবেন তিনি। বুধবার বিসিবির বারান্দায় খুলনার ক্যাম্পটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন। বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে বলেও জানান তিনি। দলটা নিয়ে তাই আশাবাদী তিনি। আর বাংলাদেশে নিজের দ্বিতীয় ইনিংসও উপভোগ করছেন ল।

খুলনায় অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প সম্পর্কে জানতে চাইলে নতুন বার্তা ডটকমকে স্টুয়ার্ট ল বলেন, “খুলনায় ট্রেনিংটা ভালোই হয়েছে। আমরা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। ম্যাচ খেলা অনেক সময় ট্রেনিংয়ের চেয়ে ভালো হয়। সবাইকে দেখতে পেরেছি।”

কয়েক সপ্তাহের ক্যাম্পে দলটা সম্পর্কে ধারণা হয়েছে ল। দলের ক্রিকেটারদের মধ্যে কাউকে আলাদাভাবে চোখে পড়ার বিষয়ে এই অস্ট্রেলিয়ান বলেন, “নির্দিষ্ট করে কারো বা ২-১ জনের নাম উল্লেখ করতে চাই না। অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে এই দলে। স্থানীয় কোচিং স্টাফরাও ভালো। সবাই পরিশ্রমী। সব মিলে ভালো একটা সেটআপ আছে।”

বিশ্বকাপে দলটার সম্ভাবনা কেমন দেখছেন প্রশ্নে ল বলেন, “দলটা নিয়ে আশাবাদী হওয়া যায়। কিন্তু এখনই বলা সম্ভব নয় এরা চ্যাম্পিয়ন হবে। মাঠে নির্দিষ্ট দিনে পরিকল্পনা বাস্তবায়ন অনেক বড় বিষয়।”

বাংলাদেশে নিজের দ্বিতীয় ইনিংস উপভোগ করছেন জানিয়ে বলেন, “হ্যাঁ, এবার ঢাকায় এসে ভালো লাগছে। অনেক এনজয় করেছি। সবাই সহযোগিতা করছে। আমার অনেক যত্ন নিচ্ছে সবাই।”

Featured খেলাধূলা