প্রায় দু’সপ্তাহ ধরে বাংলাদেশস্থ সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও আন্তরিকতার সঙ্গেই হত্যা মামলাটির তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
এ মামলার তদন্তে সৌদি থেকে কোন দল এলে বাংলাদেশ সরকারের কোন আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সৌদি দূতাবাস কর্মকর্তা হত্যা মামলাটির তদন্ত চলছে। এক্ষেত্রে চেষ্টার কোন ত্রুটি নেই।’
তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে মামলার তদন্ত কাজ চালাচ্ছি। এ হত্যাকাণ্ডের মোটিভ জানা গেলে তা আপনারা (সাংবাদিক) জানতে পারবেন।’
এ ঘটনায় সৌদি আরবের কোন তদন্ত দল বাংলাদেশে এসেছে কি-না তা জানতে চাইলে তিনি বলেন, ‘সৌদি তদন্ত আসার কথা আমরা শুনেছি। তবে আমাদের কারো সঙ্গে যোগাযোগ হয়নি।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তাদের (সৌদি আরবের) কোন তদন্ত দল এ মামলার তদন্ত কাজ চালাতে চায় তাহলে আমাদের কোন আপত্তি নেই।’
এদিকে হত্যাকাণ্ডের ১১ দিন পরও এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ মামলার তদারককারী কর্মকর্তারাও এ ব্যাপারে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) এস এম আশরাফুজ্জামান জানান, দূতাবাস কর্মকর্তা খুনের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
অপরদিকে এ খুনের মোটিভ সম্পর্কে তদন্ত কর্মকর্তারা এখনো কোনো স্পষ্ট ধারণা পাননি বলে নিশ্চিত করেছে তদন্ত সংশ্লিষ্ট এক সূত্র।
উল্লেখ্য, গত ৫ মার্চ রাতে সৌদি দূতাবাসের সিটিজেন অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান খালাফ আল আলীকে গুলশানের ১২০ নম্বর সড়ক থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে একই থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি নগর গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়।