‘আন্তরিকতার সঙ্গেই সৌদি দূতাবাস কর্মকর্তা খুনের তদন্ত চলছে’

‘আন্তরিকতার সঙ্গেই সৌদি দূতাবাস কর্মকর্তা খুনের তদন্ত চলছে’

প্রায় দু’সপ্তাহ ধরে বাংলাদেশস্থ সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও আন্তরিকতার সঙ্গেই হত্যা মামলাটির তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

এ মামলার তদন্তে সৌদি থেকে কোন দল এলে বাংলাদেশ সরকারের কোন আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সৌদি দূতাবাস কর্মকর্তা হত্যা মামলাটির তদন্ত চলছে। এক্ষেত্রে চেষ্টার কোন ত্রুটি নেই।’

তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে মামলার তদন্ত কাজ চালাচ্ছি। এ হত্যাকাণ্ডের মোটিভ জানা গেলে তা আপনারা (সাংবাদিক) জানতে পারবেন।’

এ ঘটনায় সৌদি আরবের কোন তদন্ত দল বাংলাদেশে এসেছে কি-না তা জানতে চাইলে তিনি বলেন, ‘সৌদি তদন্ত আসার কথা আমরা শুনেছি। তবে আমাদের কারো সঙ্গে যোগাযোগ হয়নি।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তাদের (সৌদি আরবের) কোন তদন্ত দল এ মামলার তদন্ত কাজ চালাতে চায় তাহলে আমাদের কোন আপত্তি নেই।’

এদিকে হত্যাকাণ্ডের ১১ দিন পরও এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ মামলার তদারককারী কর্মকর্তারাও এ ব্যাপারে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) এস এম আশরাফুজ্জামান জানান, দূতাবাস কর্মকর্তা খুনের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

অপরদিকে এ খুনের মোটিভ সম্পর্কে তদন্ত কর্মকর্তারা এখনো কোনো স্পষ্ট ধারণা পাননি বলে নিশ্চিত করেছে তদন্ত সংশ্লিষ্ট এক সূত্র।

উল্লেখ্য, গত ৫ মার্চ রাতে সৌদি দূতাবাসের সিটিজেন অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান খালাফ আল আলীকে গুলশানের ১২০ নম্বর সড়ক থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে একই থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি নগর গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়।

বাংলাদেশ