বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের প্রথম ম্যাচ শুরু হবে ২৪ নভেম্বর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ নভেম্বর আসরের উদ্বোধন ঘোষণা করা হবে। এ আসরে মোট ৬টি দল অংশগ্রহণ করবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
এবারের আসরের ছয়টি দলের মালিকানাও বণ্টন করা হয়েছে। ঢাকার মালিকানা পেয়েছে বেক্সিমকো গ্রুপ। চট্টগ্রামের মালিকানায় থাকছে ডিবিএল গ্রুপ। বরিশালের মালিকানা পেয়েছে এক্সিওম গ্রুপ। সিলেটের মালিকানা এবার আলিফ গ্রুপের। গত দুই আসরে বরিশালের মালিকানা ছিল আলিফের। নতুন দল কুমিল্লার মালিকানা পেয়েছে রয়্যাল স্পোর্টস। আর রংপুর রাইডার্সের মালিকানায় থাকছে আই স্পোর্টস। এবারের আসরের টাইটেল স্পন্সর থাকছে বিআরবি কেবলস।
এবারের আসরে পাকিস্তানি খেলোয়াড়দের অংশ গ্রহণের ব্যাপারে আশাবাদী বিপিএলের গভর্নিং কাউন্সিল। আগের দেনা-পাওনা যেহেতু মিটিয়ে দেওয়া হয়েছে তাই এই আসরে তাদের না খেলার কোনো কারণ দেখা যাচ্ছে না। এবারের বিপিএলের জন্য তিনটি ভেন্যু ঠিক করা হয়েছে। খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ভেন্যু বাড়তে পারে।