ফেসবুকে আসছে ডিজলাইক বাটন

ফেসবুকে আসছে ডিজলাইক বাটন

ব্যবহারকারীদের জন্য কিছু দিনের মধ্যেই ডিজলাইক বাটন যোগ করতে যাচ্ছে ফেসবুক। অর্থাৎ asdaosdsaএখন থেকে যে কোনো পোস্টে ব্যবহারকারীরা নিজেদের অপছন্দের বিষয়টি প্রকাশ করতে পারবেন। গতকাল মঙ্গলবার ফেসবুকের সদর দফতর ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে সামাজিক এই যোগাযোগমাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এ তথ্য জানান।
জুকারবার্গ জানান, ২০০৯ সালে ফেসবুকে ‘লাইক’ বাটন চালু হওয়ার পর থেকেই ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটনের জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন।
জাকারবার্গ বলেন, ‘শত শত মানুষ এটার কথা বলে আসছিল। আজ একটা বিশেষ দিন। কারণ আজ আমি বলতে পারছি যে, আমরা এটা নিয়ে কাজ করেছি। শিগগিরই পরীক্ষামূলকভাবে এটা চালু হবে।’
জাকারবার্গ আরও বলেন, কোনো পোস্টকে হেয়প্রতিপন্ন করার যন্ত্র হিসেবে এটি ব্যবহৃত হোক তা তিনি চান না। তার পরিবর্তে কেউ যখন বেদনা প্রকাশক কোনো পোস্টে লাইক দিতে চাইবেন তখনই ওই ‘ডিজলাইক’ বাটনটি সামনে চলে আসুক।
উল্লেখ্য, ফেসবুকের আইকন বাটন ‘লাইক’ চালু করা হয়েছিল ২০০৯ সালে।

Featured বিজ্ঞান প্রযুক্তি