বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) ঈদ স্পেশাল বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে টিকিটি বিক্রি। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিআরটিসির সব ডিপো থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম টিকিট পাওয়া যাবে।
বিআরটিসির মতিঝিল এরিয়ার ইনচার্জ মো. সেলিম জানান, একযোগে রাজধানীর বিআরটিসির মতিঝিল, জোয়ারসাহারা, কমল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও ঢাকার ফুলবাড়িয়া সিবিএস-২ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
তিনি জানান, যাত্রীদের সুবিধার্থে বিআরটিসির প্রত্যেকটি ডিপোতে ১৫ থেকে ২০টি অতিরিক্ত গাড়ি রাখা হবে। যাতে যেকোনো রুটে প্রয়োজনে কাজে লাগানো যায়। এই হিসেবে মোট ১৬১টি বাসস্ট্যান্ড বাই রাখা হবে ।
তিনি আরও জানান, ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপো থেকে যাত্রী চলাচলের সুবিধার্থে ৫৫টি বিআরটিসির বাস প্রস্তুত থাকবে। ঢাকা ও ঢাকার বাইরের ডিপো মিলে মোট ৯০০টি বাস এই সেবায় অন্তর্ভুক্ত হবে। বাসগুলো ঢাকা ও ঢাকার বাইরের ডিপো থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেবে।