সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
সিরিয়া ও ইরাকে আইএসবিরোধী হামলায় গঠিত আন্তর্জাতিক সামরিক জোটের সদস্য অস্ট্রেলিয়া। এ ছাড়া যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও ফ্রান্সও সম্প্রতি আইএসবিরোধী বিমান হামলায় অংশ নিয়েছে।
অস্ট্রেলিয়া বছরখানেক ধরেই ইরাকে আইএসবিরোধী হামলায় অংশ নিচ্ছে। তবে সিরিয়ায় এই প্রথমবারের মতো হামলা চালানো হলো বলে অস্ট্রেলিয়া সরকার নিশ্চিত করেছে।
মার্কিন সরকারের অনুরোধে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স (আরএএএফ) ইরাক থেকে সিরিয়ায় তাদের অভিযান বাড়াতে পারে বলে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি এ্যাবোট নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে অস্ট্রেলিয়া ১২ হাজার সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দেবে বলে জানিয়েছিলেন তিনি।
সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে অস্ট্রেলিয়ার প্রথম বিমান হামলা প্রসঙ্গে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, গত সোমবার তিনটি বিমান হামলা চালানো হয়। এতে আইএসের ক্ষয়ক্ষতি হয়েছে।