আজ বুধবার আন্তর্জাতিক ওজোন দিবস। জাতিসংঘের সদস্য দেশ হিসাবে প্রতিবছরের মত এবছরও বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। বায়ুমন্ডলের ওজোনস্তর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ভূমন্ডলকে রক্ষা করে। পরিবেশ বিজ্ঞানীদের মতে ক্লোরোফ্লোরোকার্বন (সিএফসি) গ্যাসসহ অন্যান্য ওজোন ক্ষয়কারী গ্যাস উৎপাদন ও ব্যবহারের ফলে ওজোনস্তর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওজোনস্তর ক্ষয়রোধে বাংলাদেশ বিশ্ববাসীর সাথে কাজ করে যাচ্ছে। এজন্য বাংলাদেশ ১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরসহ প্রটোকলের লন্ডন, কোপেনহেগেন, মন্ট্রিল ও বেইজিং সংশোধনীসমূহ যথাক্রমে ১৯৯৪, ২০০০, ২০০১ ও ২০১০ সালে অনুমোদন করে।
আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘ওজোন স্তর ক্ষয়রোধে সমন্বিত প্রচেষ্টার ৩০ বছর’। এ প্রতিপাদ্যের মাধ্যমে ওজোনস্তর রক্ষায় ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরকারী পক্ষসমূহের সম্মিলিত প্রচেষ্টার ৩০ বছর উদ্যাপন করা হচ্ছে।
আন্তর্জাতিক ওজন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে দিবসটি পালনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রয়াস চালানোর আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ওজোন দিবস পালনের মাধ্যমে দেশে জনসচেতনতা বৃদ্ধি এবং ওজোন ক্ষয়কারী সামগ্রী ব্যবহার থেকে সাধারণ মানুষ বিরত থাকবেন বলে বাণীতে আশা প্রকাশ করেন। বিশ্ব ওজন দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে পরিবেশ ও বন মন্ত্রনালয় । কর্মসূচির অংশ হিসাবে আজ সিরডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়েছে ।