ভিসা জটিলতার কারণে সম্ভাবনা জেগেছিল হেড কোচ হিথ স্ট্রিককে ছাড়াই সিরিজটা শুরু করতে হবে বাংলাদেশ ‘এ’ দলের। শেষ অবধি অবশ্য এমনটা হচ্ছে না। সোমবার সকালে ভারতে গিয়েছিল ‘এ’ দল। ওইদিন সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন হিথ স্ট্রিক ও ফিজিও ব্রেট হ্যারেপ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি হিসেবেই সিরিজটাকে দেখছে ভারত। বাংলাদেশও অলক্ষ্যে একই মিশনেই হাঁটছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে ক্রিকেটারদের আদর্শ প্রস্তুতির উপলক্ষ হিসেবেই বিবেচিত হচ্ছে ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজটি। তাছাড়া দলগতভাবে সফরের প্রস্তুতি ক্যাম্পও আলাদাভাবে হয়নি ‘এ’ দলের। প্রস্তুতি মুখ্য হলেও সিরিজ জয়ের আশা ছাড়ছে না বাংলাদেশ।
ব্যাঙ্গালোরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার ভারত ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।
চলতি বছরে দারুণ ফর্মে রয়েছে বাংলাদেশ জাতীয় দল। ভারত সফরে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ‘এ’ দল। ভারতীয় ‘এ’ দল শক্তিশালী হলেও মুমিনুল হকের দল ম্যাচ জয়ে আশাবাদী।