১৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। মঙ্গলবার দুপুরে মিরপুর শের—ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এনসিএলের টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনসিএলের আগের চার আসরেও টাইটেল স্পন্সর ছিল দেশীয় এই প্রতিষ্ঠানটি।
এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ওয়ালটন গ্রুপের পলিসি ও এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম ও অ্যাসিসটেন্ট ডিরেক্টর মিল্টন আহমেদ।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “আমরা আবারও জাতীয় ক্রিকেট লিগ শুরু করছি। এবারের টুর্নামেন্টের শুরু থেকে স্পন্সর হিসেবে ওয়ালটনকে পাশে পাচ্ছি। আমি ক্রিকেট বোর্ডের তরফ থেকে ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে।”
ওয়ালটনের পলিসি ও এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান বলেন, “দেশের সবচেয়ে বড় ক্রিকেটের আসর জাতীয় ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারও ওয়ালটনকে স্পন্সর হিসেবে পেতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা চেষ্টা করি সব সময় সব ধরনের খেলাধুলার পাশে থাকতে। লংগার ভার্সন ক্রিকেটের মাধ্যমে একজন ক্রিকেটারের জন্ম হয়। তার প্রতিভা বিকশিত হয়। আমরা আমাদের জায়গা থেকে সব সময় বিসিবির পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও থাকার চেষ্টা করব। হয়তো এবারের লিগে নতুন কোনো মুস্তাফিজ কিংবা সৌম্য সরকারের জন্ম হবে।”
১৭তম এনসিএল শুরু হবে ১৮ সেপ্টেম্বর শুক্রবার। মোট চারটি ভেন্যুতে আটটি দল অংশ নেবে। লিগে সাতটি বিভাগীয় দলের সঙ্গে থাকছে ঢাকা মেট্রো। এবার দুই স্তরে বিভক্ত হয়ে দলগুলো খেলবে। গত আসরের পয়েন্ট তালিকা অনুযায়ী প্রথম স্তরে রয়েছে; রংপুর বিভাগ, ঢাকা মেট্রো, খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ। দ্বিতীয় স্তরে থাকছে; রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ। এবার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন প্রাইজমানি পাবে ২০ লাখ টাকা। প্রথম স্তরে ২১ হাজার ও দ্বিতীয় স্তরে ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা।