‘সহযাত্রী’র সূচনাসঙ্গীতে রানা

‘সহযাত্রী’র সূচনাসঙ্গীতে রানা

প্রচার শুরু হলেও মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’র কোনো সূচনাসঙ্গীত ছিল না। এবার ধারাবাহিকটির auysdas'সঙ্গে যুক্ত হলো সূচনাসঙ্গীত। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবারের মতো কোনো নাটকের সূচনাসঙ্গীত গাইলেন এম এস রানা। ‘ছোট ছোট সুখ কষ্টের মাঝে, চাওয়ার পাওয়ার এই জীবন সাজে’-এমন কথায় গানটি যৌথভাবে লিখেছেন এম এস রানা ও আশিক বন্ধু। সুর ও সঙ্গীত করেছেন সজীব দাস। রানার সঙ্গে গানের হামিংয়ে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি। অর্ণিমা ভিশনের প্রযোজনায় বাংলাভিশনের জন্য ‘সহযাত্রী’ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন রিজওয়ান খান।
এ প্রসঙ্গে প্রযোজক প্রেম বলেন, ধারাবাহিকটি নিয়ে দর্শকের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। আমাদের অন্য ধারাবাহিকগুলোর মতো এই নাটকের বেলাতেও চেষ্টা ছিল একটি ভালো গল্প ও নির্মাণশৈলী উপহার দেওয়ার। দর্শকদের অভূতপূর্ব সাড়া আমাদের কষ্ট সার্থক করেছে। তাই নাটকটির একটি সূচনাসঙ্গীতের অভাব বোধ করছিলাম।
এম এস রানা বলেন, মেগাধারাবাহিক বলেই ‘সহযাত্রী’ আরো অনেক দিন ধরে প্রচারিত হবে, সেই সঙ্গে প্রচারিত হবে সূচনাসংগীত। তাই আমরা এমন একটি গান তৈরির চেষ্টা করেছি যেন দীর্ঘ সময় শোনার পরেও একঘেয়ে না লাগে, শুনে যেন ভালো লাগে।
‘সহযাত্রী’ প্রচারিত হচ্ছে বাংলাভিশনে সপ্তাহের বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ, ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, শাহেদ শরিফ খান, আ খ ম হাসান, সাজু খাদেম, অহনা, আলভি, ছন্দা, দিহান, প্রেম, বাঁধন, ইশানা, পিজে হেলেন, নিঝুম, বাদল, ইমু প্রমুখ।

Featured বিনোদন