নেপালে কর্মকর্তারা জানাচ্ছেন, দক্ষিণাঞ্চলীয় ঝাপা জেলায় গত রাতে এবং আজ সকালে দফায় asdaiusdদফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, বিস্ফোরণগুলো ঘটেছে দামাক, খাজুরগাছি এবং সুরুঙ্গার কয়েকটি গির্জার সামনে। এ ঘটনায় তিনজন পুলিশ আহত হয়েছে।
বিস্ফোরণের পর এসব জায়গায় হিন্দু মোর্চা নেপাল নামে একটি সংগঠনের লিফলেট পাওয়া গেছে।
নেপালের সাংবিধানিক পরিষদ দেশটিকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।
বেশ কয়েকটি হিন্দু সংগঠন দাবি করে আসছে যে, নেপালকে হিন্দু রাষ্ট্রের মর্যাদা দিতে হবে, যেমনটি ২০০৭ সাল পূর্ববর্তী রাজতন্ত্রের আমলে নেপাল ‘বিশ্বের একমাত্র হিন্দু রাজত্বেও’ মর্যাদা পেত।
সূত্র: বিবিসি বাংলা।

Featured আন্তর্জাতিক