অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ২০ ভাগ

অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ২০ ভাগ

চলতি ২০১১-১২ অর্থবছরের চতুর্থ মাসে (অক্টোবর) দেশের রপ্তানি আয় বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৭৯ ভাগ।

সোমবার রপ্তানি উন্নয়ন বুরে‌্যর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যানে দেখানো হয়েছে, চলতি অর্থবছরের অক্টোবর মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি করে আয় করেছে ৮১১ কোটি ৮৫ লাখ ডলার।

গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় হয়েছিল ৬৭২ কোটি ১৪ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে শতকরা ২০ দশমিক ৭৯ ভাগ।

তবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি আয় হলেও সেপ্টেম্বরে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এর ধারাবাহিকতায় অক্টোবরেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

অক্টোবরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮১৫ কোটি ১৪ লাখ ডলার। কিন্তু রপ্তানি আয় হয়েছে ৮১১ কোটি ৮৫ লাখ ডলার।

পরিসংখ্যানে আরও দেখানো হয়েছে, প্রতিবারের মতোই দেশের অক্টোবরেও সর্বোচ্চ আয় হয়েছে নিট পোশাক খাত থেকে।

নিট পোশাক রপ্তানি করে আয় হয়েছে ৩৩৭ কোটি ৫৫ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ খাত থেকে আয় হয়েছিল ২৮৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থ্যাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে আয় বেড়েছে শতকরা ১৬ দশমিক ৮৮ ভাগ।

দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় হয়েছে ওভেন পোশাক খাত থেকে। এ খাত থেকে অক্টোবর মাসে অর্জিত হয়েছে ২৯৩ কোটি ৯২ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় শতকরা ২৫ দশমিক ১০ ভাগ বেশি।

তবে পাট খাতে গত অর্থবছরের তুলনায় রপ্তানি আয় কিছুটা বেশি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা চেয়ে অনেক কম হয়েছে রপ্তানি আয়।

এ খাতের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪১ কোটি ২৫ লাখ ডলার। কিন্তু আয় হয়েছে ৩৩ কোটি ৭৮ লাখ ডলার। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে শতকরা ১৮ ভাগ কম।

এছাড়াও হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যসহ কয়েকটি পণ্যের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর