অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের শপথ গ্রহণ

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের শপথ গ্রহণ

অস্ট্রেলিয়ার ২৯তম প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার শপথ নিয়েছেন ম্যালকম টার্নবুল। ইতোপূর্বে asdasd-as[অস্ট্রেলিয়ার রিপাবলিকান আন্দোলনে নেতৃত্ব দেয়া টার্নবুল ক্যানবেরায় দেশটির গভর্নর জেনারেল স্যার পিটার কসগ্রোভের কাছে শপথ নেন।
দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির প্রধানের পদ হারানোয় প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন টনি অ্যাবট। গতকাল সোমবারের ভোটাভুটিতে অ্যাবটকে হারিয়ে দলের প্রধানের পদ পেয়ে প্রধানমন্ত্রী হলেন ম্যালকম। গতকালের ভোটাভুটিতে ম্যালকম পান ৫৪ ভোট। অ্যাবট পান ৪৪ ভোট। এদিন দলটির উপনেতাও নির্বাচন করা হয়। নতুন উপনেতা হয়েছেন জুলি বিশপ।
মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী ভাষণে অ্যাবট ক্ষমতা ছাড়ার দিনটিকে ‘কঠিন’ বলে বর্ণনা করে পরিবর্তনের প্রক্রিয়াকে যথাসম্ভব ‘সহজ’ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
অ্যাবট বলেন, তার সরকার যথাযথ বা পরিপূর্ণ ছিল না। কিন্তু কিছু অর্জন তো তালিকায় স্থান পাবে। তবে তিনি রাজনীতির মঞ্চ থেকে বিদায় নেবেন কিনা এ ব্যাপারে কিছু বলেননি।
অপরদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগে টার্নবুল বলেন, ‘একজন অস্ট্রেলীয়র জন্য এটিই সবচেয়ে আলোড়িত হওয়ার সময়। আমি পরিপূর্ণভাবে আশা করছি আগামী সপ্তাহ ও মাসগুলোতে আমরা সেই ভিত্তিগুলোকে এগিয়ে নিতে পারব যা আসছে বছর আমাদের সাফল্য নিশ্চিত করবে।’
টার্নবুল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও চলতি সপ্তাহেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন না বলে ধারণা করা হচ্ছে।

Featured আন্তর্জাতিক