ত্রিপুরায় জুনিয়রদের কোচিং করাবেন সৌরভ

ত্রিপুরায় জুনিয়রদের কোচিং করাবেন সৌরভ

এবার কোচের ভুমিকায় দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ তবে asdajsndকলকাতায় নয়, ত্রিপুরাতে কোচিং করাবেন মহারাজ৷ ত্রিপুরার অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করাবেন সৌরভ৷ অগরতলায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এসে নিজ মুখেই কোচিং করানোর কথা ঘোষণা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷মাঝেমধ্যে সময় পেলেই তিনি কোচিং করানোর জন্য আগলতলা উড়ে যাবেন৷
সৌরভ বলেছেন, ‘আমি দ্রুত আগলতলা উড়ে আসব ত্রিপুরার অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করানোর জন্য৷’ ত্রিপুরা ক্রিকেটের উন্নতিতে সাহায্য করতে চান সৌরভ৷তাই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আরও বেশি করে তিন দিন আর পাঁচ দিনের প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দিয়েছেন বাংলার মহারাজ৷
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সৌরভ দাশগুপ্ত বলেছেন, ‘ সৌরভ গঙ্গােপাধ্যায় ত্রিপুরা ক্রিকেটের উন্নতির জন্য সাহায্য করবেন৷তরুণ প্রতিভারা অনেক উপকৃত হবে সৌরভের কোচিংয়ে৷’

Featured খেলাধূলা