বঙ্গোপসাগরে বাংলাদেশের অর্থনৈতিক এলাকা ও মহীসোপান বিষয়ে আন্তর্জাতিক আদালতের দেওয়া রায় নিয়ে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস ভবনের সম্মেলন কক্ষে সন্ধ্যা ছয়টায় এ সংবাদ সম্মেলনে সমুদ্রসীমায় বাংলাদেশের অর্জন ও এর পরবর্তী বিষয় সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন।
তবে সংবাদ সম্মেলনে অন্যান্য বিষয়ের মধ্যে সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর হত্যা-পরবর্তী দীপু মনির রিয়াদ যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইতে পারেন। কারণ এটি চলমান ইস্যু। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সংগ্রহ করেন এমন কয়েকজন সাংবাদিক বাংলানিউজকে এমনই ইঙ্গিত দিয়েছেন।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জার্মানির হামবুর্গ থেকেই রিয়াদ যাওয়ার কথা ছিল দীপু মনির। কিন্তু সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে থাকায় তার সাক্ষাতের সূচি না পাওয়ায় তিনি ঢাকায় ফিরে আসেন।
এ প্রসঙ্গে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম গত বুধবার রাতে বাংলানিউজকে জানান, পররাষ্ট্রমন্ত্রীর রিয়াদ সফরের সিদ্ধান্তকে সৌদি সরকার স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার পরই এ ব্যাপারে সূচি পাওয়া যাবে।