জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বঙ্গবন্ধুর ৯২তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস।
ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, জঙ্গীবাদ, রাজাকার ও নিরক্ষরমুক্ত আধুনিক ডিজিটাল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে শনিবার সকালে মোক্তারপাড়া মুক্তমঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
সকাল ৮টা থেকে মোক্তারপাড়ার মুক্ত মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান ও সম্পাদক আশরাফ আলী খান খসরু এমপি’র নেতৃত্বে জেলা আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের নেতৃত্বে উপজেলা পরিষদ, পৌর মেয়র প্রশান্ত রায়ের নেতৃত্বে পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামলেন্দু পালের নেতৃত্বে জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শিশু সমাবেশ ও জেলা শহরে আনন্দ র্যালি বের হয়। এ ছাড়াও ডকুমেন্টারি প্রদর্শন, শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা সভা, শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, দুপুরে মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল জেলখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।