চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। একইসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরও বিভিন্ন কর্মসূচী পালন করছে।
শনিবার সকালে নগরীর দামপাড়ায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানমালায় অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিন।
এসময় শিল্পকলা একাডেমীতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মন্ত্রী ডা. আফছারুল আমিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, জেলা প্রশাসক ফয়েজ আহমেদসহ বিভিন্ন সরকারি সংস্থার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর মন্ত্রী ডা. আফছারুল আমিনের নেতৃত্বে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে বের হয় শিশু-কিশোর র্যালি। র্যালিটি শিল্পকলা একাডেমী থেকে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়।
শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী শিশু-কিশোর মেলা চলছে।
এরপর মন্ত্রী ডা. আফছারুল আমিন নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানমালা পরিদর্শনে যান।
এদিকে সকালে নগরীর দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নগরের নেতারা। এসময় সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর নগরীর লালদিঘী ময়দানে আওয়ামী লীগের উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ড. অনুপম সেন।
নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে জানান, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিশু-কিশোররা চিত্রাঙ্কন, রচনা লেখাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
এদিকে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কোতয়ালী আসনের সাংসদ নূরুল ইসলাম বিএসসি এদিন সকালে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ আয়োজিত কর্মসূচীতে যোগ দেন। এসময় সেখানে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ বিএসসি।
এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করছেন।