নোয়াখালীতে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস

নোয়াখালীতে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস

নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- শিশু সমাবেশ, শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর কর্ম ও জীবনের উপর আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিরাজুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সায়মা ইউনুছ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতাউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা প্রমুখ।

বাংলাদেশ