গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্প স্তবক অর্পণ

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্প স্তবক অর্পণ

১৭ মার্চ শনিবার স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিন।

এ উপলক্ষে সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাস্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অর্নার প্রদান করেন। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মাজার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে পুনরায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্প স্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন প্রমুখ।

পরে বেলা ১১টা ২০ মিনিটে রাস্ট্রপতি জিল্লুর রহমান ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

বাংলাদেশ