দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসাবে কর্মীদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ‘নিরাপত্তা সপ্তাহ’ কর্মসূচী পালন করলো মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
প্রতিষ্ঠানটির ভেতরে কর্মীদের নিরাপত্তার সাথে কাজ করার ব্যাপারে উদ্যোগী করতে বেশ কয়েকটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ঢাকা এবং আঞ্চলিক অফিসগুলোতে ‘ঝুঁকি সনাক্তকরণ’ বিষয়ে সচেতনতা তৈরির সেশন অনুষ্ঠিত হয়। কার্যক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা নিয়ে কর্মীদের অংশগ্রহণে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা থেকে চিহ্নিত ঝুঁকিসমূহ তাৎক্ষনিকভাবে সেইফটি টিমের মাধ্যমে সমাধানও করা হয়।
নিরাপত্তা সপ্তাহের অংশ হিসাবে, প্রতিষ্ঠানটির সকল কর্মীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, সড়ক নিরাপত্তা, ঝুঁকি সনাক্তকরণ, অগ্নি নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা নীতি বিষয়ে সচেতনতা তৈরির জন্য কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এসএমএস করে কুইজের উত্তর দেওয়ার মাধ্যমে রবি’র কর্মীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা রবি’র কর্মীদের প্রত্যেককে নিজের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে অনুরোধ করেন।
সড়ক নিরাপত্তা বিষয়ক সেশনের মাধ্যমে ‘নিরাপত্তা সপ্তাহ’ কর্মসূচীটি শেষ হয়। সেশনটি পরিচালনা করেন খ্যাতিমান চলচ্চিত্র তারকা এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।