সৌদি আরবে আগামী ২৪ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ওই দিন দেশটিতে অবস্থান করা মুসলমানেরা পশু কোরবানি দেবেন। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এ খবর জানায়।
সৌদি আরবের উম্মুল ক্বোরা পঞ্জিকা অনুযায়ী সোমবার জিলহজ মাসের শুরু হবার কথা থাকলেও গতকাল রবিবার সন্ধ্যার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ ২৩ সেপ্টেম্বর পবিত্র হজ এবং পরের দিন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যে।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন বলে জানিয়েছে দেশটির হজ মন্ত্রণালয়। এরই মধ্যে লাখো মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে উঠতে শুরু করেছে মক্কা ও মদিনা শহর।