২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ২৮ তারিখ বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। এই সিরিজের জন্য ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল ঘোষণা করা হয়েছে। স্টিভেন স্মিথকে অধিনায়ক ও এ্যাডাম ভোজেসকে সহ-অধিনায়ক করে আজ সোমবার এ দল ঘোঘণা করা হয়।
দলে রয়েছে দুটি নতুন মুখ। বাংলাদেশের বিপক্ষে একই সঙ্গে অভিষেক ঘটতে যাচ্ছে দুই উদ্বোধনী ব্যাটসম্যান এ্যান্ড্রু ফিকেট (৩০) ও ক্যামেরন ব্যানক্রফটের (২২)। মাইকেল ক্লার্কের অবসরের পর এই সফরের মাধ্যমে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে স্মিথ অধ্যায়ের শুরু হতে যাচ্ছে। এ ছাড়া প্রথমবারের মতো সহ-অধিনায়ক হিসেবে সফর উপভোগ করবেন ৩৫ বছর বয়সী ভোজেস।
বাংলাদেশ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার মিশেল জনসন ও জোশ হ্যাজেলউডকে। তাদের পরিবর্তে পেস এ্যাটাকে নেতৃত্ব দেবেন মিশেল স্টার্ক, পিটার সিডল ও প্যাট কমিন্স। এ ছাড়া টেস্ট দলে ফের ডাক পেয়েছেন জো বার্নস, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল ও স্টিভ ও’কিফে।
২৮ সেপ্টেম্বর বাংলাদেশের আসার পর ৩ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৭ অক্টোবর ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস (সহ-অধিনায়ক), ক্যামেরন বেনক্রোফট, জো বার্নস, প্যাট্রিক কামিন্স, আন্দ্রে ফেকেটে, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, স্টিফেন ও’কেফি, পিটার সিডল ও মিচেল স্টার্ক।