সেপ্টেম্বরেই শুরু হচ্ছে আগরতলা-ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বাস যাত্রা৷ আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত টানা ভলভো বাস পরিষেবা শুরু করতে চলেছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (টিআরটিসি)৷
গতকাল শনিবার ত্রিপুরার পরিবহণ মন্ত্রী মানিক দে জানান, বেঙ্গালুরু থেকে বাসগুলি সেপ্টেম্বরেই রাজ্যে পৌঁছবে৷ পুজোর আগে এই পরিষেবা চালু হবে বলেই তিনি আশাবাদী৷ এর আগে কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা পর্যন্ত বাস পরিষেবার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷সেই বাস চলাচলের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ সংস্থা৷