বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওপর আরোপিত ভ্যাট বাতিলের দাবিতে আবারও রাজধানী বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখাতে গেছে শিক্ষার্থীদের।
আজ রবিবার সকাল থেকেই শিক্ষার্থীরা স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে সোয়া ১০টার পর রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেন। দাবি আদায়ে ‘লাখো ছাত্রের একই স্বর, ভ্যাট দেবো না গুলি কর’, ‘নো ভ্যাট, নো এডুকেশন’, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড হলে, ভ্যাট কেন?’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
আজ সকালে আফতাবনগরের ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে বসে রামপুরা ব্রিজ ও মেরুল বাড্ডার মধ্যবর্তী সড়ক অবরোধ করে। ফলে রামপুরা থেকে প্রগতি সরণী ও রামপুরা থেকে মৌচাকমুখী সড়কে যানচলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর বনানীর কাকলী মোড়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় নামার খবর পাওয়া যায়। তাদের মিছিলের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
আবদুল্লাহপুর ও হাউজ বিল্ডিংয়ে শিক্ষার্থীদের অবরোধের কারণে টঙ্গীর দিক থেকে যাতায়ত বন্ধ হয়ে গেছে। সেখানে আন্দোলনে দেখা গেছে আইইউবিএটি, উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটি’র শিক্ষার্থীদের। ওই এলাকায় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে শোনা গেলেও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এদিকে জিগাতলার উত্তর পাশে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলের কারণে সাত মসজিদ রোডের রাস্তার একপাশে যানবাহন চলাচল করতে পারছে না। ধানমণ্ডি ১৫ নম্বর সড়কে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে আছে।
আর শংকর পেরিয়ে ২৭ নম্বর সড়কের দুই মাথায় জড়ো হয়ে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা আটকে মিছিল করায় মোহাম্মদপুর থেকে জিগাতলার দিকে এবং শংকর থেকে মিরপুর রোডে চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ধানমণ্ডিতেই অন্তত ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভ্যাটবিরোধী এই আন্দোলনে রয়েছে।
শিক্ষার্থীদের এ কর্মসূচির প্রভাবে পুরনো ঢাকাসহ পুরো রাজধানীজুড়েই যান চলাচলে স্থবিরতা নেমে এসেছে।