আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনের বিরুদ্ধে শনিবার সুপ্রিম কোর্টে গেল বিসিসিআই৷ বিসিসিআই-এর সভায় প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট যোগ দিতে পারবে কি না, জানতে চেয়ে আদালতে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷
স্বার্থের সংঘাতের প্রশ্নে ফের শ্রীনির বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা বলেছিলেন বোর্ড কর্তারা৷ গত মাসে কলকতায় বোর্ডের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে শ্রীনির যোগ দেওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি৷ সুপ্রিম কোর্টের নির্দেশে অপসারিত বোর্ড প্রেসিডেন্ট সভায় যোগ দেওয়ায় জোর আপত্তি তোলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শরদ পওয়ার৷ ফলে সভা ভেস্তে দিতে বাধ্য হন বোর্ড প্রেসিডেন্ট ডালমিয়া৷ ২৭ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় শ্রীনি যাতে উপস্থিত থাকতে না-পারে সেই কারণেই আদালতের শরণাপন্ন বিসিসিআই৷- সংবাদসংস্থা