এক ফ্রেমে বাংলাদেশের হাল সময়ের জনা পঁচিশেক ক্রিকেটার। মাশরাফি-রাজ্জাক-তুষার ইমরান থেকে শুরু করে তাসকিন-মুস্তাফিজ-রুবেল-সৌম্যরাও আছেন। আর তারা সবাই এক ছাতার নিচে হাজির হয়েছেন শনিবার সন্ধ্যায়। বিরাটাকায় ছাতার নাম ‘প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব’। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এখন প্রতিষ্টিত শক্তির নাম। আর্বিভাবের চার বছরের মধ্যে যে ক্লাব সব ফরম্যাটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শিরোপার স্বাদ এনে দেয়া ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শনিবার অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা। ‘সেলিব্রেটি উইথ ভিক্টোরস’ নামক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক তানজিল চৌধুরীসহ ক্লাবের পরিচালক, প্রাইম ব্যাংকের পরিচালকরা, বিসিবির পরিচালক, ক্লাবের কোচ খালেদ মাহমুদ সুজন, বিসিবির কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ রুয়ান কালপাগে, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০১২ সালের ১৪ মে যাত্রা শুরু করা প্রাইম ব্যাংক শিরোপার নাগাল পায় প্রথম ২০১৩-১৪ মৌসুমে। আম্বার ভিক্টোরি ডে টি-২০ চ্যালেঞ্জ কাপ জিতে প্রাইম ব্যাংক। ওই মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) লংগার ভার্সনও চ্যাম্পিয়ন হয় তারা। ২০১৪-১৫ মৌসুমে এসে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আর্কষণীয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হয় প্রাইম ব্যাংক। এছাড়া তারা শিরোপা ধরে রেখেছিল বিসিএলেও।
অনুষ্ঠানে ক্লাবে বিভিন্ন সময়ের চ্যাম্পিয়ন দলে খেলা ক্রিকেটারদের নিয়ে ফটোসেশন হয়। বিশাল কেক কেটে উদযাপন করা হয় শিরোপার আনন্দ। ক্লাবের বিভিন্ন শিরোপার খণ্ডচিত্র নিয়ে প্রেজেন্টেশন করা হয়। ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের ধন্যবাদ জানান ক্লাবের পরিচালকরা। বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক তানজিল চৌধুরী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি প্রাইম ব্যাংক ক্লাবকে অভিনন্দন জানান তাদের সাফল্যের জন্য। ঘরোয়া ক্রিকেটের অনেক ক্লাবেই পেশাদারিত্ব নেই। যা প্রাইম ব্যাংকে রয়েছে। ক্লাবগুলোতে পেশাদারিত্ব সম্পর্কে নাজমুল হাসান পাপন বলেন, “আসলে পেশাদারিত্ব আসে নাই তা আমি বলবো না। আগে আবাহনী-মোহামেডান দুটো ক্লাবের মাঝে প্রতিদ্বন্দ্বিতা হতো। তারপর গাজী ট্যাংক, প্রাইম ব্যাংক, শেখ জামাল শক্তিশালী দল গড়ছে। এখন যে কেউ শিরোপা জিততে পারে। আগে যে ১-২টা ক্লাবের মাঝে সীমাবদ্ধ ছিল তা নেই। এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো। ম্যানেজমেন্টে পেশাদারিত্ব ছিল না আমি বলবো না। না হলে তো এতগুলো ঐতিহ্যবাহী ক্লাব তৈরি হতো না। এখন পেশাদারিত্ব বেশি আসবে, কারণ কর্পোরেট হাউসগুলো এসেছে।”
সাধারন সম্পাদক তানজিল চৌধুরী ক্লাব সম্পর্কে বলেন, “আমাদের পুরো উদ্দেশ্যটাই ছিল যে, ব্যাংক থেকে আমরা বিভিন্ন কাজে যে মানদন্ডটা ফলো করি, সেই একই মানদন্ডটা আমরা ক্লাব ক্রিকেটেও নিয়ে আসতে চাই। আমরা ভেবেছিলাম যে, অন্য ক্লাবরা আমাদের থেকে শিখবে এবং সেটাই কিন্তু হচ্ছে। আমরা ইতোমধ্যে স্কুল ক্রিকেট শুরু করছি, আমরা ভবিষ্যতে মহিলা ক্রিকেটেও যুক্ত হবো। হয়তো ভবিষ্যতে বিপিএলেও অংশ নেব।”
ক্রিকেটারদের জন্য ব্যাংকে কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়ে তিনি বলেন, “আমাদের এমন চিন্তা-ভাবনা আছে। আমরা তরুণ ক্রিকেটারদের অফার করেছি। কিছু ক্রিকেটারের সঙ্গে আমাদের কথা চলছে।”