বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সভাপতি ঢাকা-৬ আসনের সংসদসদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ বলেছেন, সার্ফিং খেলার প্রসার ও জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে বাংলাদেশের পর্যটন উন্নয়ন সম্ভব। সমুদ্রকেন্দ্রিক পর্যটন খেলা সার্ফিংয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিচিতি লাভ করবে। সার্ফিংয়ের প্রসারে ক্রীড়া এবং পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন।
শনিবার দুপুরে ঢাকার মতিঝিলে অনুষ্ঠিত বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিশ্বের একটি জনপ্রিয় খেলা সার্ফিং। এদেশের জনসাধারণ, মিডিয়া, পৃষ্ঠপোষক সবারই নজর আছে সার্ফিংয়ের ওপর। তাই আন্তর্জাতিক পরিসরে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন যথাযথভাবে কাজ করে যাচ্ছে।
কাজী ফিরোজ রশীদ এমপি সার্ফিংয়ের পৃষ্ঠপোষকদের বিশেষ করে ব্র্যাক চিকেন তিন বছর মেয়াদি চুক্তি করায় তাদের ধন্যবাদ জানান।
দেশের খ্যাতিমান ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভুইয়া বলেন, বাংলাদেশে সার্ফিং চর্চা এবং শেখার সবচেয়ে ভালো সুযোগ রয়েছে। সার্ফিংয়ের কার্যক্রমে সার্ভিসেস দল সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবিসহ অন্যান্য দলগুলোর অংশগ্রহণ করা উচিত বলে জানান তিনি।
নির্বাহী কমিটির সভায় সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম লিটন বর্তমান কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় সহসভাপতি জামাল রানা, যুগ্ম সম্পাদক একেএম নুরুজ্জামান, সদস্য কামরুল হাসান চৌধূরী, স্বপন বসু, বদরুল আলম চৌধুরী, কামরুজ্জামান হিরু, সারওয়ার হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।