চাঞ্চল্যকর শিনা হত্যা মামলায় অভিযুক্ত সাবেক দোর্দণ্ড প্রতাপশালী চ্যানেল কর্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে নিয়ে এবার বাংলাতেও ছবি হচ্ছে। হিন্দিতে ইতিমধ্যে ইন্দ্রাণীকে নিয়ে ছবির শুটিং শুরু করে দিয়েছেন রাখী সাওয়ান্ত। তবে বাংলায় এ ছবিটি পরিচালনা করবেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। শিনা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শিনার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে শিনার চরিত্রের জন্য রিয়া সেনের সঙ্গে কথাবার্তা চলছে। পরিচালক অগ্নিদেব জানিয়েছেন, বাস্তবে ঘটনাটি দেখে আমরা ভাবছি মা কত খারাপ। কিন্তু মেয়ে এমন কী করল যাতে মা তাকে গলা টিপে মারল? এদিকটাই ছবিতে থাকবে। পাশাপাশি ১৯ বছরের একটা সাধারণ মেয়ে কীভাবে সমাজের উঁচুতলায় জায়গা করে নিলো, সে জার্নিটাও এখানে তুলে ধরা হবে। কলকাতা, মুম্বই ও গুয়াহাটিতে ছবির শুটিং শুরু হবে চলতি মাসের শেষের দিকে। আগামী নভেম্বরে বাংলা, ইংরেজি ও হিন্দি তিনটি ভাষাতেই মুক্তি পেতে পারে ছবিটি। ছবিতে ইন্দ্রাণীর প্রথম স্বামী সিদ্ধার্থ দাসের চরিত্রে অভিনয় করবেন কৌশিক সেন। হত্যাকাণ্ডের আরেক অভিযুক্ত ইন্দ্রাণীর দ্বিতীয় স্বামী সঞ্জীব খান্নাকেও ছবিতে রাখা হবে। সেই চরিত্রে অভিনয় করবেন সফিক ইকতাফ। আর খুনের ঘটনায় ধৃত গাড়িচালক শ্যাম রাইয়ের ভূমিকায় অভিনয় করবেন রাজেশ শর্মা। স্টার ইন্ডিয়ার সাবেক সিইও তথা ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বর্তমান স্বামী পিটার মুখোপাধ্যায় এ রহস্যের অন্যতম চরিত্র। পিটারের চরিত্রের জন্য আদিত্য পাঞ্চোলির কথা ভেবেছেন পরিচালক। মুম্বইয়ের সাবেক পুলিশ কমিশনার রাকেশ মারিয়াও এ হত্যারহস্যে গুরুত্বপূর্ণ চরিত্র। পর্দায় রাকেশের চরিত্রটি ফুটিয়ে তুলবেন সব্যসাচী চক্রবর্তী। পরিচালকের মতে, সত্যের বহুমাত্রিক ব্যঞ্জনাই ধরা থাকবে সেলুলয়েডে।