বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে শনিবার। সাভারের জিরানীতে বিকেএসপি প্রাঙ্গনেই বসবে অ্যালামনাই এসোসিয়েশন অব বিকেএসপি (অ্যাব) আয়োজিত এই পুনর্মিলনী। শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সাবেক ছাত্র-ছাত্রীদের পদচারণায় বিকেএসপিতে বসবে প্রাণের মেলা। দিনব্যাপী অনুষ্ঠানে র্যা লি, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে যাত্রা শুরু করা বিকেএসপি দেশের ক্রীড়াক্ষেত্রে বড় অবদান রেখে আসছে। জাতীয় পর্যায়ে খেলা, দেশের প্রতিনিধিত্ব করা এবং দেশকে নেতৃত্বও দিয়ে আসছে এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। বিকেএসপির গর্বিত ছাত্রদের মধ্যে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, ফুটবলার মামুনুল ইসলাম, হকি তারকা মামুনুর রশিদ, সাফ গেমসে স্বর্ণপদকজয়ী সাতারু কারার মিজানুর রহমান, শ্যুটার আসিফ আহমেদ এবং সাফ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদকজয়ী বিমল চন্দ্র তরফদাররা।
এদিন অ্যাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বর্তমানে সংসদ সদস্য ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়কে। অভিষেক টেস্টের অধিনায়ক দুর্জয় বিকেএসপির প্রথম ব্যাচের ছাত্র।