ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা লিওপোলদো লোপেজকে ১৩ বছর ৯ মাস ৭ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। তিনি এখন কারাগারে আটক রয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে সহিংসতায় উস্কানী প্রদান ও সরকারকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগে তাকে এ সাজা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে তার আইনজীবী রবার্তো ম্যারেরো একথা জানান। ভেনিজুয়েলা সরকারের ভিন্নমতাবলম্বী এই জনপ্রিয় ব্যক্তি ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশটির সামরিক কারাগারে বন্দি রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে অর্থনীতির ওপর প্রশিক্ষণ সম্পন্ন করেন।