২০১৬ সালের অক্টোবর-নভেম্বরে ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করবে, এই তথ্য পুরোনো। কারণ দ্বিপক্ষীয় এই সিরিজটা পূর্বনির্ধারিত। অক্টোবরের শুরুতে ঢাকায় আসবে ইংলিশরা। সফরে টাইগারদের বিপক্ষে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলবে সফরকারীরা।
তবে সিরিজটা নিয়ে নতুন তথ্য ঠিকই আছে। সেটা আবার ইংল্যান্ডের দিক থেকে। ওই সিরিজ সম্প্রচার করবে স্কাই স্পোর্টস। এই সিরিজের স্বত্ব পাওয়ার মধ্য দিয়ে আগামী দুই বছর ইংল্যান্ডের সব ম্যাচ সম্প্রচার করবে স্কাই স্পোর্টস। আগামী মাসে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজটাও স্কাই স্পোর্টসই সম্প্রচার করবে।
স্কাই স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর বার্নে ফ্রান্সিস বলেছেন, “আগামী দুই বছর ইংল্যান্ডের হোম এন্ড অ্যাওয়ে ইংল্যান্ডের সব ম্যাচই দেখাবে স্কাই স্পোর্টস। এটা ইংল্যান্ড ক্রিকেটের জন্য দারুণ সময়। ইসিবিকে ধন্যবাদ। এই চুক্তির ফলে আমাদের দর্শকরা দলের উন্নতি দেখতে পাবে সব ফরম্যাটে, আইসিসি ইভেন্টসসহ।”