জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে শ্রীলঙ্কায় বিক্ষোভ

জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে শ্রীলঙ্কায় বিক্ষোভ

শ্রীলঙ্কার সরকারকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে জাতিসংঘে প্রস্তাব উত্থাপনের বিরুদ্ধে দেশটির হাজারো নাগরিক রাজধানী কলম্বোতে বিক্ষোভ প্রদর্শন করেছে।

তামিলবিরোধী অভিযানের শেষ দিনগুলোতে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে শ্রীলঙ্কা সরকারকে অভিযুক্ত করার উদ্যোগের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ ও র‌্যালিতে অংশ নেয় সাধারণ শ্রীলঙ্কান নাগরিকরা।

চলতি সপ্তাহের প্রথমদিকে যুক্তরাষ্ট্র গৃহযুদ্ধের সময় শ্রীলঙ্কান বাহিনী কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত একটি প্রস্তাব জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপনের সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে কলম্বোতে এই র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয় বলে জানায় সংবাদমাধ্যম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায় সংখ্যাগরিষ্ঠ সিংহলী অধ্যুষিত শ্রীলঙ্কার সরকার সারাদেশ জুড়ে প্রতিবাদ সমাবেশ ও র‌্যালির আয়োজন করে।

এদিকে দেশটির জাতিগত সংখ্যালঘু তামিল সম্প্রদায়ের আইন প্রণেতারা জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন যুদ্ধের সময় সংঘটিত বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের ব্যাপারে শ্রীলঙ্কার সরকারের প্রতি চাপ প্রয়োগ করে।

২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের চূড়ান্ত লড়াইয়ে সরকারি বাহিনী তামিল বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে। উভয় বাহিনীর বিরুদ্ধেই সংঘাতের চূড়ান্ত পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগ ওঠে।

আন্তর্জাতিক