বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: কাউন্টারে উপচে পড়া ভিড়

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: কাউন্টারে উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টা থেকে দেশের সব রুটের টিকিট বিক্রি শুরু করেছে পরিবহন মালিকরা। রাজধানীর সব বাসasdlasdas কাউন্টারগুলোতে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।
প্রথম ২ ঘণ্টায় ২ দিনের টিকিট বিক্রি প্রায় শেষ বলে জানিয়েছেন টিকিট সংশ্লিষ্টরা।
টিকিট বিক্রি সকাল ৬টায় শুরু হলেও টিকিট প্রত্যাশীরা গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এসে লাইনে দাঁড়িয়েছেন। কষ্ট যতই হোক সবার চাই অগ্রিম টিকিট।
এবার বাড়তি ভাড়া আদায়ের কোন অভিযোগ পাওয়া যায়নি। কাউন্টার গুলোতে সরকার নির্ধারিত পুরনো ভাড়া তালিকা টাঙানো আছে। প্রতি কি.মি. ১ টাকা ৪৫ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা আছে।
টিকিট বিক্রি ও ভাড়া প্রসঙ্গে হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মো. মোশাররেফ হুসাইন বলেন, আমাদের সব গাড়ির ২২, ২৩ সেপ্টেম্বর এর টিকিট বিক্রি প্রায় শেষ। ভাড়ার প্রসঙ্গে বলেন, সরকার নির্ধারিত আগের ভাড়াই নিচ্ছি।

Featured বাংলাদেশ