ফুটবল তাকে লক্ষ লক্ষ সমর্থক দিয়েছে। ফুটবল তাকে বিশ্বের সেরা ট্রফিগুলো জিততে সাহায্য করেছে। ফুটবল তাকে ব্যালন ডি’অর দিয়েছে। তবু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করছেন, তার জীবনে ফুটবলই সব কিছু নয়। চমকপ্রদ ভাবে তিনি বলে দিয়েছেন, ‘‘জীবনে সব কিছুই ফুটবল না। আরও অনেক কিছু আছে।’’
বহু বার নিজের বিলাসবহুল জীবনের জন্য বিতর্কে জড়িয়েছেন রোনাল্ডো। অনেক বিশেষজ্ঞ তাকে ডেভিড বেকহ্যামের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি। যে বেকহ্যামের ফুটবল-প্রতিভার চেয়ে বেশি শিরোনাম পেয়েছে তার মাঠের বাইরের জীবন।
তবে রোনাল্ডো বলে দিচ্ছেন, ‘‘ফুটবলের মতো জীবনের বাকি জিনিসগুলোর প্রতিও আমার একটা দায়বদ্ধতা আছে।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘মাঠের বাইরে যেটা পাচ্ছি তার জন্যও অনেক পরিশ্রম করতে হয়েছে। জীবনে কোনো কিছুই সহজে পাওয়া যায় না।’’ রোনাল্ডো স্বীকার করে নিয়েছেন, ছোট থেকেই স্বপ্ন দেখতেন তার নামের ব্র্যান্ড তৈরি হবে। এখন যে স্বপ্নটা সত্যি। সিআর সেভেন বলছেন, ‘‘ছোট থেকেই ইচ্ছা ছিল আমার নামে পারফিউম হবে। আর এখন সেটা করতে পেরে খুবই খুশি। আশা করছি যারা রোনাল্ডোকে ভালোবাসে তাদের আমার পারফিউমও পছন্দ হবে।’’
রোনাল্ডোকে সই করাতে এখন থেকেই তত্পর প্যারিস সাঁ জাঁ। আগামী মরসুমে সিআর সেভেনকে মাদ্রিদ থেকে নিয়ে আসতে দফায় দফায় রিয়াল কর্তাদের সঙ্গে বৈঠক সারছেন ফরাসি ক্লাবের মালিক। তবে রিয়াল প্রেসি়ডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ পরিষ্কার করে দিয়েছেন, রোনাল্ডোকে প্যারিসে বিক্রি করতে কোনো অসুবিধা নেই তার। তবে রোনাল্ডোর ‘বাই আউটের’ দাম দিতে হবে ক্লাবকে। যার অঙ্ক ১০ কোটি পাউন্ড। একটি রেডিও সাক্ষাৎকারে রিয়াল প্রেসিডেন্ট বলেছেন, ‘‘হ্যাঁ প্যারিসকে রোনাল্ডো দিতে কোনো সমস্যা নেই। শুধু দশ কোটি পাউন্ড দিক ওরা।’’ সঙ্গে এটাও জানিয়েছেন যে, রিয়ালের সঙ্গে রোনাল্ডোর তিন বছরের চুক্তি এখনও আছে। ‘‘ভবিষ্যতে কী হবে, কেউ বলতে পারে না। কিন্তু রোনাল্ডোর এখনও তিন বছরের চুক্তি আছে। আমরা সবাই চাই ও এখানে থাকুক।’’ – সংবাদসংস্থা