ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে পড়েছিলন তাসকিন আহমেদ। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটাও খেলা হয়নি তরুণ এই পেসারের।
বুধবারও অনুশীলন শেষে এই প্রতিবেদককে তাসকিন বলছিলেন, ভাই আমি খেলতে চাই। অনেকদিন খেলি না। ৫-৭টা উইকেট নিয়ে ফিরতে চাই। আমার খেলা দরকার। বল হাতে মাঠে থাকতে চাই
তাসকিনের কথাতেই খেলার ইচ্ছা, আগ্রহ, তাড়না স্পষ্ট। গত কয়েক মাস ধরে দ্রুতগতির এই পেসারের টেস্ট খেলা নিয়েও কথা হচ্ছে ক্রিকেট পাড়ায়। বৃহস্পতিবার জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানালেন, তাসকিনকে পূর্ণ ফিট করার চেষ্টা চলছে। তাকে টেস্টের জন্য তৈরি করা হচ্ছে।
মিরপুরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার বিপক্ষেই তাসকিনের টেস্ট খেলা প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, “আমাদের স্টাফদের খুব সতর্ক প্রচেষ্টা চলছে তাসকিনকে পুরোপুরি ফিট করে তোলার। বিশেষ করে একাডেমি স্টাফরা, স্টুয়ার্ট ও ব্রেট। ওর জন্য ওদের আলাদা ট্রেনিং প্রোগ্রাম ছিল। সতর্ক ভাবেই তাই ওকে টেস্টের জন্য তৈরি করা হচ্ছে। মনে রাখতে হবে, ১৯-২০ বছর বয়সে ১৪০-১৪৫ কিমি. গতিতে বল করা সহজ কাজ নয়। এজন্য ওর দেখভাল করতে হবে, কারণ ও আমাদের সম্পদ। এজন্য ধীরে ধীরে ওকে প্রস্তুত করা হবে। থুব শিগগিরই সে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হয়ে উঠবে।”