আবার নির্বাচনের ঘোষণা প্রিন্স আলীর

আবার নির্বাচনের ঘোষণা প্রিন্স আলীর

আম্মান: সেপ ব্লাটারের স্থানে ফিফা সভাপতি পদে নির্বাচনের জন্য বিডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন। এ সময় তিনি বলেছেন, একমাত্র প্রার্থী হিসেবে ফুটবলের সর্বোচ্চ সংস্থায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার সঙ্গে দ্বিমত করার সাহস তার আছে। এই বিডে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জর্ডানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ নাসুর।image_137901_0

জর্ডানের রাজধানী আম্মানের ঐতিহাসিক রোমান এম্পিথিয়েটারে উপস্থিত হয়ে তিনি বুধবার প্রার্থিতার ঘোষণা দেন। ৩৯ বছর বয়সী ফিফার সাবেক সহ-সভাপতি প্রিন্স আলী গত মে মাসে ব্লাটারের বিপক্ষে সভাপতি পদে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সফল হননি। নির্বাচনের প্রথম রাউন্ডে ব্লাটারের ১৩৩ ভোটের বিপরীতে তিনি পেয়েছিলেন মাত্র ৭৩ ভোট। এর পরপরই তিনি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন।

নিজের প্রার্থিতা ঘোষণার অনুষ্ঠানে প্রিন্স আলী বলেছেন, “একটি বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই, যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে চাই। দশ মাস আগে একমাত্র ব্যক্তি হিসেবে আমি ব্লাটারকে চ্যালেঞ্জ করেছিলাম। আমি প্রার্থী হয়েছিলাম কারণ আমার বিশ্বাস ছিল ফিফা পরিবর্তন চাইছে। আর সে কারণেই অন্যরা যখন ভীত ছিল, ওই সময় আমি একাই লড়াই করার সাহস দেখিয়েছি। অন্যরা নিজেদের জায়গা বের করার জন্য আমাকে ব্যবহার করেছিল। সর্বশেষ নির্বাচনের পর থেকেই আমি চিন্তা করেছি দীর্ঘমেয়াদে কীভাবে ফিফাকে নতুন করে সাজানো যায়। যদিও জানি এটা খুবই কঠিন কাজ। -সংবাদ সংস্থা

Featured খেলাধূলা