ব্যক্তিগত লক্ষ্য নেই নাসিরের

ব্যক্তিগত লক্ষ্য নেই নাসিরের

ফেব্রুয়ারিতে বিশ্বকাপ দিয়েই আবার জাতীয় দলে ফিরেছিলেন নাসির হোসেন। ওয়ানডে দলে এখন অলরাউন্ডারের ভূমিকাতেই বেশি দেখা যায় তাকে। ব্যাটিংয়ের সঙ্গে বল হাতেও অধিনায়কের ভরসা iajskdl'asতিনি। টেস্ট দলে অনিয়মিত হলেও সেটা নিয়ে খুব চিন্তিত নন নাসির।

ভারত সফরগামী বাংলাদেশ ‘এ’ দলে আছেন এই তরুণ ক্রিকেটার। মুমিনুল হকের ডেপুটি হিসেবে যাচ্ছেন নাসির। এই সফরটাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের জন্য ভালো প্রস্তুতির সুযোগ বলেই মানছেন তিনি। তবে সফরে নিজের কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। সুযোগ কাজে লাগানোই নিজের লক্ষ্য বলে জানান তিনি।

বুধবার মিরপুরে কঠোর অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ‘এ’ দলের আলাদা অনুশীলন অবশ্য হয়নি। অনুশীলনের আগে সাংবাদিকদের নাসির বলেন, “আমার আসলে ব্যক্তিগত কোনো লক্ষ্য নাই। যতটুকু সুযোগ পাই সেটা কাজে লাগানোই আমার ব্যক্তিগত লক্ষ্য। আর আমার লক্ষ্য অবশ্যই ভালো ক্রিকেট খেলা। হারজিত বড় নয়। আমরা যেন ভাল একটা সফর করে আসতে পারি।”

‘এ’ দলের হয়ে আগেও খেলেছেন ৫৩ ওয়ানডে, ১৭ টেস্ট, ২৭ টি-২০ খেলা নাসির। এবার ভারত সফরকে নিচ্ছেন আগামী সিরিজের প্রস্তুতি হিসেবেই। তিনি বলেন, “আগে একটা লক্ষ্য ছিল যে ‘এ’ দলে ভালো খেলে জাতীয় দলে ঢুকতে হবে। কিন্তু এখন ব্যাপারটা হয়েছে আমাদের প্রস্তুতির জন্য ‘এ’ দলে অনেকেই খেলছে। সামনে যে সিরিজ আসবে সেই সিরিজে ভালো খেলার জন্য। ওরকম কোনো কিছু নাই। তারপরও ম্যাচ ম্যাচই।”

‘এ’ দলে নিজের পারফরম্যান্স নিয়েও খুব ভাবিন নন নাসির। তিনি বলেন, “পারফম্যান্স কেমন হয়েছিল সেটা আসলে আমার ততোটা সঠিক মনে নেই। আমরা সর্বশেষ কলকাতা গিয়ে খুব একটা খারাপ ক্রিকেট খেলিনি। এত কিছু চিন্তা না করে আমাদের কাজ ভালো ক্রিকেট খেলা। ”

Featured খেলাধূলা