প্রস্তুতির সেরা সুযোগ মানছেন নাসির

প্রস্তুতির সেরা সুযোগ মানছেন নাসির

এলিট প্লেয়ার্স কন্ডিশনিং ক্যাম্প শেষে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলার অপেক্ষাতেই ছিলেন jhusdaklsক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের প্রস্তুতি হিসেবে এনসিএল’কেই টার্গেট করেছিলেন সবাই। এর মাঝে আকস্মিকভাবে এসে হাজির হলো ‘এ’ দলের ভারত সফর। জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের মতে, এনসিএলের চেয়ে ‘এ’ দলের হয়ে ভারত সফরই অস্ট্রেলিয়ার সিরিজের জন্য প্রস্তুতির ভালো সুযোগ হবে।

ভারত সফর অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতির জন্য সেরা সুযোগ কি না জানতে চাইলে বুধবার সাংবাদিকদের নাসির বলেন, “তা তো অবশ্যই। আমি মনে করি জাতীয় লিগের চেয়ে এটা ভাল সুযোগ। কারণ এটা ভারত ‘এ’ দলের সাথে খেলা। তারা শক্তিশালী একটা দল। জাতীয় লিগে খেলি ঠিক আছে কিন্তু আমার মনে হয় এখানে ফোকাসটা বেশি থাকবে। কঠিন লড়াই হবে। আমাদের খেলোয়াড়দেরও ইচ্ছা থাকবে ওইখানে পারফর্ম করার।”

‘এ’ দলের হয়ে ভারত সফরে যাচ্ছেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। এই সফরের অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজে লাগবে বলেই জানান নাসির। তিনি বলেন, “তিনটা ওয়ানডে ও দুইটা তিন দিনের ম্যাচ খেলতে যাচ্ছি আমরা। সবেচেয়ে বড় কথা আমাদের অনুশীলনে বেশকিছু দিন বিরতি ছিল। অনুশীলন শুরু করেছি। এখানে আমরা অনেক জাতীয় দলের খেলোয়াড় খেলছি। এটা আমাদের ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য ভালো হবে। ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য ভালো হবে। আর যেহেতু ভারত ‘এ’ দলের সাথে খেলা, ওরা এত সহজভাবে আসবে না আমাদের সাথে খেলতে। আমি মনেকরি খুব ভালো একটা প্রতিযোগিতা হবে।”

ভারতীয় ‘এ’ দলে অনেক তারকা ক্রিকেটার খেলবেন। কারা খেলছেন তা নিয়ে ভাবিত নন নাসির। বরং নিজেরা ভালো করার দিকেই দৃষ্টি এই অলরাউন্ডারের। মুমিনুল হক ভারত সফরে ‘এ’ দলের নেতৃত্ব দিবেন। নাসির এই দলের সহ অধিনায়ক। দলটাকে নেতৃত্ব দেয়া মুমিনুলের জন্য কঠিন হবে না জানিয়ে নাসির বলেন, “দলে আমরা সবাই তরুণ ক্রিকেটার। এ বিষয়ে বলার তেমন কিছু নেই। খুব একটা কঠিন হবে না। তার কারণ যারা খেলছে সবাই অনেক পরিণত। কি করতে হবে, না করতে হবে সবাই ভালো জানে। দলে যারা আছে অনেকেই অনেকদিন ধরে খেলছে। তো মনে হয়না খুব একটা কঠিন হবে।” সহঅধিনায়ক হিসেবে প্রয়োজনে মুমিনুলকে সাহায্য করবেন বলেও জানান নাসির।

Featured খেলাধূলা