থাইল্যান্ড থেকে সরকারি পর্যায়ে (জি টু জি) বছরে ১০ লাখ টন পর্যন্ত সিদ্ধচাল আমদানি করতে পারবে বাংলাদেশ।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৃহস্পতিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
থাইল্যান্ড সফররত বাংলাদেশের খাদ্য সচিব বরুণ দেব মিত্র ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী বুনসং তেরিয়াপিরুম নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়া শুক্রবার বিকেলে বাংলানিউজকে এসব তথ্য জানান।
সমঝোতা স্মারক অনুযায়ী দু’দেশের উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের চাহিদা অনুযায়ী থাইল্যান্ড চাল সরবরাহ করবে। আমাদানির সময় দু’দেশের মধ্যে আলোচনা করে চালের দাম নির্ধারণ করা হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের দিন থেকে ২৮ ফেব্রুয়ারি ২০১৩ সাল পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকবে। তবে দু’দেশের সম্মতির ভিত্তিতে এর মেয়াদ বাড়ানোর যাবে।
এর আগে গত বছর বাংলাদেশ সরকারিভাবে থাইল্যান্ড থেকে দুই লাখ টন সিদ্ধচাল আমাদানি করেছিল।