অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমুল্যায়ন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কর্মবিরতি, কালোব্যাজ ধারণ করে মৌন মিছিল ও মানববন্ধন কমূসূচী পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে আজ বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। সকাল ১১টায় ক্লাসবর্জন করে কালোব্যাজ ধারণ করে মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এরপর তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-পাবনা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। এ সময় শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আওয়াল কবির জয়, ছাত্র উপদেষ্টা ড. মুহাম্মদ হাবিবুল্লাহ সহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা অর্থমন্ত্রীর দুঃখজনক বক্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুনাম ক্ষুন্ন হয়েছে বলে উল্লেখ করে অবিলম্বে শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।