আগামী শনিবার ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে নজরুল সঙ্গীতানুষ্ঠান

আগামী শনিবার ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে নজরুল সঙ্গীতানুষ্ঠান

আগামী ১২ সেপ্টেম্বর শনিবার ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে নজরুল সঙ্গীতের আয়োজন করেছে। সঙ্গীত সন্ধায় নজরুল সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতি শম্পা দাস। ঢাকার গুলশানে অবস্থিত as8ydiaslইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে আগামী শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে।
শম্পা দাস একাধারে একজন নজরুল সঙ্গীতশিল্পী, নজরুল গবেষক, এবং একজন সমাজকর্মের একজন শিক্ষীকা। তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজকর্ম বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং বর্তমানে তিনি ‘নজরুলের নাটক এবং সামাজিক কাজকর্ম’ এর উপর পিএইচডি করছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক ‘নারী ব্যক্তিত্ব পুরস্কার-২০০৮, সাপ্তাহিক কাগজ ও কলম কর্তৃক বিশেষ জুরি সম্মাননা পদক, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিভাগ) কর্তৃক ‘জাতীয় কবি নজরুল পুরস্কার ২০০৯’, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃক ‘নজরুল সঙ্গীত সম্মাননা পদক -২০১১’ সহ আরও অনেক পুরষ্কার পেয়েছেন।
শ্রীমতি দাশ কাজী নজরুল ইসলামের উপর, ‘একি মধু শ্যাম বিরহে’ এবং ‘যুগস্রস্টা নজরুল’ শীর্ষক ২টি বই রচনা করেছেন। তার লেখাগুলো বিভিন্ন বিখ্যাত সাহিত্যিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।
তিনি নিয়মিত বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সঙ্গীত পরিবেশন করে থাকেন। জি-সিরিজ থেকে ২০১১ সালে তিনি তার একক অ্যালবাম ‘কোথায় ঘন শ্যাম’ প্রকাশ করেন।
উল্লেখ্য, নজরুল সঙ্গীতের অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে (আমন্ত্রণ পাস সংগ্রহ করার
কোন প্রয়োজন নেই)। কোন ধরনের ব্যাগ কর্মসূচি চলাকালে বহন করা নিষিদ্ধ।
ঠিকানা:
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, বাড়ি নং: ৩৫, রোড নং: ২৪, গুলশান-১, ঢাকা।

Featured বিনোদন