সাধারণ বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম হার নির্ধারণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল রেটিং কমিটি (সিআরসি) গঠনের প্রবিধান চূড়ান্ত করেছে অর্থমন্ত্রণালয়। শিগগিরই তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) এ সংক্রান্ত চিঠি ইস্যু করেছে।
জানা গেছে, প্রবিধান অনুসারে এ কমিটি গঠন করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আর পদাধিকার বলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
আর কমিটির প্রধানের সাধারণ বীমা খাতে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া তার বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।
কমিটির কাজ হবে, সাধারণ বীমা কোম্পানিগুলো সরকার নির্ধারিত প্রিমিয়াম হার মানছে কি-না তা নিয়ন্ত্রণ করা। পাশাপাশি কোম্পানিরগুলোর আবেদনের ভিত্তিতে প্রিমিয়াম হার নির্ধারণ করে দিবে সিআরসি।
জানা গেছে, দীর্ঘদিন থেকে সাধারণ বীমা কোম্পানিগুলো সরকারি প্রিমিয়াম হার না মেনে ইচ্ছেমতো প্রিমিয়াম হার নির্ধারণ করে আসছে। একই সঙ্গে প্রিমিয়াম হার নিয়ে কোম্পানিগুলো নানা দুর্নীতি করছে বলেও জানা গেছে।
এতে সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি কোম্পানিগুলোতে জমা হচ্ছে অনেক কম প্রিমিয়াম। অবস্থার পরিবর্তনের লক্ষ্যে গত বছর সেপ্টেম্বরে বিশেষ মূল্য হার তুলে দেয়ার নির্দেশ দেয় আইডিআরএ।
এর পরও নির্দেশ অমান্য করে বিশেষ সুবিধা দিয়ে পলিসি করানোর ও প্রিমিয়াম হার না মানার অভিযোগ ওঠে একাধিক কোম্পানির বিরুদ্ধে। এ সময় একাধিক কোম্পানিকে ৭ লাখ টাকা পর্যন্ত জরিমানা করে বীমা নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে সিআরসি সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মোসতাক আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সেন্ট্রাল রেটিং কমিটির প্রবিধান এরইমধ্যে চূড়ান্ত হয়েছে। তা গেজেট আকারে প্রকাশিত হওয়ার প্রক্রিয়ায় আছে। তাই সেন্ট্রাল রেটিং কমিটি তার কার্যক্রম আগের মতোই পরিচালনা করবে।
এ প্রসঙ্গে আইডিআরএ’র চেয়ারম্যান এম. শেফাক আহমেদ বলেন, মন্ত্রণালয় এরইমধ্যে প্রবিধাণ চূড়ান্ত করেছে। কিন্তু মামলা থাকায় প্রবিধানটি গেজেট আকারে প্রকাশিত না হওয়া পর্যন্ত কার্যকর করা যাচ্ছে না।
তিনি আরো বলেন, এর আগে গঠিত সেন্ট্রাল রেটিং কমিটির কোনো আইনগত বৈধতা ছিল না। এ কমিটি গঠনের দায়িত্ব ছিল সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রকের। তিনি কমিটির সদস্যদের নির্বাচন করতেন। কিন্তু নতুন আইন অনুসারে রেটিং কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত ও পরিচালিত একটি প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে।
প্রসঙ্গত, বিশেষ মূল্যহার বাতিল সংক্রান্ত আইডিআরএ’র ২৪ নং প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি মামলা করেন আবুল খায়ের মিল্ক প্রোডাক্ট লিমিটেড ও পিএইচপি গ্রুপ। আদালত আইডিআরএ’র ওই প্রাথমিকভাবে স্থগিতাদেশ প্রদান করে। ফলে সেন্ট্রাল রেটিং কমিটির কার্যক্রম স্থগিত হয়ে যায়।