ব্রিটিশ যাত্রীবাহী বিমানে আগুন

ব্রিটিশ যাত্রীবাহী বিমানে আগুন

যুক্তরাষ্ট্রের লাসভেগাস বিমানবন্দরে গতকাল মঙ্গলবার ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরার ঘটনা ঘটেছে। ধোঁয়া ছড়িয়ে পড়ার পরপরই বিমানটিতে থাকা ১৭২ আরোহীকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে অন্তত ১৩ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।apdsadasd
লাস ভেগাসে রাজ্য অগ্নিনির্বাপক অধিদফতরের উপপ্রধান জন ক্লাসেন বলেছেন, প্লেন থেকে বের হওয়ার সময় হুড়োহুড়িতে আহত হয়েছেন ওই যাত্রীরা। তাদের আঘাত খুব একটা গুরুতর নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি লাস ভেগাস থেকে লন্ডন যাওয়ার কথা ছিল। এ উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু ঠিক আগ মুহূর্তে এর ইঞ্জিনে আগুন ধরে যায়।
জেয় জেনিংস বলেন, প্লেনটা উড্ডয়নের আগ মুহূর্তে আমি ‘ধপ’ করে একটা শব্দ শুনি। জানালা খুলে দেখি ইঞ্জিনে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় প্লেন। এর একটু পরই ইন্টারকমে ক্যাপ্টেন জরুরি অবস্থার কথা বলে সবাইকে বাইরে বের হয়ে যেতে অনুরোধ করেন।
মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, লন্ডনগামী বোয়িং ৭৭৭-২০০ বিমানটি উড্ডয়নের আগেই এটির ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানে অগ্নিশিখা ও ধোঁয়া দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হচ্ছিল। এতে ১৫৯ যাত্রী ও ১৩ ক্রুসহ মোট ১৭২ আরোহী ছিল।
এ ঘটনার পর লাসভেগাস বিমানবন্দরের একটি রানওয়ে বন্ধ রয়েছে। তবে বাকি তিনটি রানওয়ে দিয়ে বিমান চলাচল করছে বলে জানানো হয়েছে।

Featured আন্তর্জাতিক