সিনাইয়ে মিশরীয় বাহিনীর অভিযান : ২৯ জঙ্গি নিহত

সিনাইয়ে মিশরীয় বাহিনীর অভিযান : ২৯ জঙ্গি নিহত

মিশরের সেনাবাহিনী বলেছে, তারা সিনাই অঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বড়ো ধরণের অভিযান চালিয়েছে। এতে ২৯ জঙ্গি ও দুই সৈন্য প্রাণ হারিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক iapsdal;sdasগণমাধ্যমে জানা গেছে। এদিকে আজ মঙ্গলবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সিনাই অঞ্চলে পুলিশ ও সেনা ইউনিটসমূহের বড়ো ধরণের অভিযানে ২৯ জঙ্গি এবং এক সেনা কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে চারজন।
সেনাবাহিনী প্রায়ই ব্যাপক সংখ্যক জঙ্গির নিহত হওয়ার কথা জানায়। কিন্তু নিরপেক্ষভাবে তা যাচাই করা সম্ভব হয় না। এছাড়া এসব নিহতের ঘটনা নিরাপত্তা বাহিনীর ওপর আইএসের ভয়াবহ হামলা চালানোর সক্ষমতার ওপর খুব সামান্যই প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত ২০১৩ সালে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে মিশর ওই অঞ্চলে জঙ্গি দমনে অভিযান চালিয়ে আসছে।

Featured আন্তর্জাতিক