এবার প্রযুক্তির সাহায্যে মিলবে অনিদ্রা থেকে মুক্তি

এবার প্রযুক্তির সাহায্যে মিলবে অনিদ্রা থেকে মুক্তি

ভোরে উঠেই আবার অফিস দৌড়তে হবে বা ঢুকে পড়তে হবে হেঁশেলে। তাই, তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। কিন্তু, কিছুতেই দু’চোখের পাতা এক করতে পারছেন না। ঘড়ির কাঁটা দ্রুত গতিতে ঘুরেoiajskdmas; চললেও বিছানায় এপাশ-ওপাশ করা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। ঘুমনোর জন্য অনেক কিছু করেও লাভের লাভ কিছু হয়নি। ফলে কাজে অনীহা, খিটখিটে মেজাজ, সারাদিন ঘুম ঘুম ভাব।
অনিদ্রা থেকে মুক্তি পেতে এবং ফুরফুরে মেজাজে থাকতে এবার প্রযুক্তির সাহায্য নিতে পারেন আপনি। স্যামসং ইলেকট্রনিকস ও প্যানাসনিক বাজারে আনল এক স্মার্ট ডিভাইস। এর জন্য রাতে ঘুমনোর আগে বালিশের নিচে রাখতে হবে স্যামসং-এর তৈরি স্লিপ সেন্সটি। যা আপনার হার্টবিট, নিঃশ্বাস-প্রশ্বাসের ওপর নজর রাখবে। সেই তথ্য জমা হবে ট্যাবলেটে। এরপরই, আপনার শারীরিক অবস্থা অনুযায়ী ঘরের তাপমাত্রা থেকে আলো সব কিছুই নিয়ন্ত্রিত হবে। যা আপনাকে ঘুমোতে সাহায্য করবে। আর যদি ঘরে রাখা কফি মেশিনের সঙ্গে ডিভাইসটিকে যুক্ত করে রাখা হয় তবে ভোর হতে না হতেই বাতাসের সঙ্গে ভেসে আসবে কফির গন্ধও। যা আপনার মেজাজকে আরও ফুরফুরে করে তুলবে।

Featured বিজ্ঞান প্রযুক্তি