দেশের ৭০টি শহরের হোটেলে ঘর বুক করার জন্য একটি নয়া আপ আনল স্টার্ট অ্যাপ সংস্থা ওওয়াইও রুমস। এ জন্য বিভিন্ন হোটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। ওওয়াইও অ্যাপের আওতায় আসতে ঘর হতে হবে একটি নির্দিষ্ট মানের। তার পর সেগুলি বিপণন করবে এই অ্যাপ। সংস্থাটির দাবি, এ ধরনের ঘরের ব্যবসা ভাল হচ্ছে। কারণ ক্রেতারা একটি অ্যাপের মাধ্যমেই ঘর বুক করছেন, টাকা মেটাচ্ছেন ও পছন্দ মতো পরিষেবা পাচ্ছেন। সংস্থার অন্যতম কর্তা কবিক্রুত জানিয়েছেন, চলতি বছরের শেষে কলকাতারও ১ হাজার ৫০০টি ঘর তাদের তালিকাভুক্ত হবে। ২০১৩ সালে তৈরি সংস্থাটি ইতিমধ্যেই কয়েকটি দফায় ৩৫ কোটি মার্কিন ডলার পুঁজি পেয়েছে।