রাজধানীতে সাড়ে ৪ হাজার অনুমোদনহীন ভবন রয়েছে

রাজধানীতে সাড়ে ৪ হাজার অনুমোদনহীন ভবন রয়েছে

রাজধানী ঢাকায় সাড়ে ৪ হাজার অনুমোদনহীন ভবন রয়েছে। অনুমোদনহীন এসব ভবনের ৭০টির অবৈধ অংশ ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ ashdijasউস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন না নিয়ে নকশার ব্যত্যয় ঘটিয়ে এসব ভবন নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে জড়িত ভবন মালিকদের বিরুদ্ধে জরিমানাসহ আদালতে মামলা করা হয়েছে। সরকারি দলের সদস্য মাহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দশম জাতীয় সংসদের সদস্যদের মধ্যে যাদের ঢাকাতে প্লট বা ফ্ল্যাট নেই তাদের জন্য প্লট বরাদ্দের বিশেষ কোন প্রকল্প নেয়া হয়নি।

Featured বাংলাদেশ